Virtual reality

ঝুঁকিপূর্ণ বিষয় সম্পর্কে প্রশিক্ষণ লাভ সম্ভব হয় কোনটির মাধ্যমে?

প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনার রূপায়ণ কে ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভবে বাস্তবতা কিংবা কল্প বাস্তবতা বলে। এর কিছু ব্যবহার ক্ষেত্র হলো: চিকিৎসা ক্ষেত্রে, গাড়ি চালানো প্রশিক্ষনে, গেমস তৈরি ক্ষেত্রে, ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনে, বিমান বাহিনীতে, নৌবাহিনীতে, সেনাবাহিনীতে, মানুষের জন্য ঝুঁকিপূর্ণ এমন সকল কাজে।

Virtual reality টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার করা হয় না?

যে বিষয়গুলো বাস্তবে দেখা অসম্ভব সেই বিষয়গুলোকে দেখা যায় কীসের মাধমে?

কার্টুন, অ্যাকশন মুভি ও ঐতিহাসিক ছবি তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

বাংলাদেশের রাজধানীর অদূরে তথ্য প্রযুক্তি প্রয়োগে একটি বিশ্বমানের শিল্প কারখানা স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে, যেখানে অ্যাকচুয়েটর এর সাহায্যে দক্ষ হাতে কম্পিউটারের প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরি করার মাধ্যমে দেশকে উন্নত ও অর্থনৈতিকভাবে স্বাববলম্বী হতে সহায়তা করবে। উক্ত প্রতিষ্ঠানের দক্ষ প্রোগ্রামারগণ সিমুলেটেড পরিবেশ স্থাপন করে ঘরে বসে দর্শনার্থীদের শহরের বিভিন্ন দর্শনীয় স্থান দেখার ব্যবস্থা করবেন।