ডেটা ট্রান্সমিশন ও কমিউনিকেশন
টুইস্টেড পেয়ার ক্যাবলের তারগুলোর রঙ হতে পারে-
i. কমলা
ii.সাদা- নীল
iii. বাদামি
নিচের কোনটি সঠিক?
টুইস্টেড পেয়ার ক্যাবল (Twisted pair cable) দুটি পরিবাহী তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার ক্যাবল তৈরি করা হয়। টুইস্টেড পেয়ার ক্যাবল দুধরনের হয়ে থাকে, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল (UTP: Unshielded Twisted Pair) এবং শিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল (STP: Shielded Twisted Pair) | সাধারণ কপার নির্মিত এ সব ক্যাবলে মোট চার জোড়া তার প্রতিটি পৃথক অপরিবাহী পদার্থের আবরণে (ইন্সুলেটর) আবৃত থাকে। প্রতি জোড়া তারে একটি কমন রঙের (সাদা রঙের) আরেকটি ভিন্ন রঙের (যেমন: নীল, সবুজ, কমলা ও বাদামি) তারের সাথে প্যাঁচানো থাকে। প্রতি জোড়া তার পৃথক অপরিবাহী আবরণে আবৃত করা থাকে।
যেকোনো দূরত্বে অবস্থিত প্রেরক ও গ্রাহকের মধ্যে ধারাবাহিক এক বিটের পর অপর একটি বিটের স্থানান্তর পদ্ধতি কোনটি?
ডেটা কমিউনিকেশনে ট্রান্সমিটার হিসেবে ব্যবহৃত হতে পারে- i.টেলিভিশন কেন্দ্র ii. মোবাইল ফোন iii. বেতার কেন্দ্র নিচের কোনটি সঠিক?
মিডিয়াম থেকে সিগন্যাল বা ডেটা ডেসটিনেশনে পৌঁছে দেয় কে?
কম্পিউটার নিচের কোনটি প্রক্রিয়া করে-
i. ডিজিটাল সংখ্যা
ii. শব্দ
iii. বাইনারি সংখ্যা
নিচের কোনটি সঠিক?