৫. ৬ চামড়া ট্যানিং
ট্যানারির বর্জ্য চামড়া (B) ← (ট্যানারির কাঁচামাল) →(A) চামড়াজাতক
পদার্থ (B) থেকে নিম্নরূপে পরিবেশ দূষণ ঘটে -
নিচের কোনটি সঠিক?
চামড়া প্রক্রিয়াজাতকরণে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়।
প্রোটিন জাতীয় বর্জ্য পদার্থের বিয়োজনে H2S, NH3 এবং বিভিন্ন উদ্বায়ী যৌগ সৃষ্টি হয়, যার কারণে চামড়া কারখানার ভিতরে ও বাহিরে বায়ু দূষণ ঘটে।
চামড়া শিল্পের বর্জ্য পানিতে ক্রোমিয়াম থাকে ; এটি সরাসরি বা খাদ্য চক্রের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করলে ক্যান্সার সৃষ্টি করতে পারে। ১ টন চামড়া উৎপাদনে ২০-৮০m3 তরল বর্জ্য সৃষ্টি হয়। এতে i. 100-400mg/L ক্রোমিয়াম থাকে ii. 200-800mg/L সালফাইড থাকে।
বর্জ্য চামড়া থেকে তৈরিকৃত পোলট্রি ফুড হাঁস -মুরগির খাদ্যরূপে ব্যবহার করার কারণে খাদ্য শৃঙ্খলে ক্রোমিয়াম দূষণ ঘটে, যার ফলে প্রাণির মারাত্মক ক্ষতি হয়।