রিকম্বিন্যান্ট ডিএনএ প্রযুক্তি
ড. শফিক গবেষণাগারে বীজ ছাড়াই A উদ্ভিদের অসংখ্য চারা উৎপাদন করেছেন এবং ড. রফিক আরেকটি বিশেষ পদ্ধতিতে B উদ্ভিদে বিটা-ক্যারোটিন ও আয়রন তৈরির জিন সংযুক্ত করে নতুন জাত তৈরি করলেন।
ইমার্জিং ভাইরাস কাকে বলে?
জিনোম ও জিনোম সিকোয়েন্সিং বলতে কী বোঝায়?
A উদ্ভিদ ও B উদ্ভিদ তৈরির পদ্ধতি দু'টির মধ্যে যে সকল পার্থক্য আছে তা একটি ছকের মাধ্যমে তুলে ধরো।
কৃষি উন্নয়নে B উদ্ভিদ তৈরির ক্ষেত্রে ব্যবহৃত পদ্ধতির গুরুত্ব তুলে ধরো।
R6 প্লাসমিড কতটি এন্টিবায়োটিক প্রতিরোধে সক্ষম?
ইন্টারফেরন নিঃসৃত হয়—
নিফ জিন কোন বৈশিষ্ট্যের জন্য দায়ী?
দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টিতে কোন জীব থেকে জিন সংগ্রহ করা হয়েছে?