চৌম্বক ক্ষেত্রের ধারনা ও বায়ো স্যাভার সূত্র

ঢাকার (ভূ-চুম্বকত্বের) বিচ্যুতি কত ?

তপন স্যার

মনে করি ঢাকার বিচ্যুতি কোণ (12) \left(\frac{1}{2}\right)^{\circ} পূর। ঢাকায় মুক্তভাবে নড়নক্ষম কোনো সূচি চুম্বকের চৌম্বক অক্ষ চৌম্বক মধ্যতনে থেকে ভৌগোলিক অক্ষের সাথে (12) \left(\frac{1}{2}\right)^{\circ} কোণ উৎপন্ন করে এবং এর উত্তর মেরু ভৌগোলিক অক্ষের পূর্ব দিকে থাকে।

চৌম্বক ক্ষেত্রের ধারনা ও বায়ো স্যাভার সূত্র টপিকের ওপরে পরীক্ষা দাও