ণত্ব ও ষত্ব বিধান
ণ-ত্ব বিধান অনুসারে কোন বানানটি ঠিক?
কতিপয় শুদ্ধ বানান মধ্যাহ্ন, উষ্ণ, অর্পণ, কৃপণ, অপরাহ্ণ, ব্রাহ্মণ, লক্ষণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ।
কোন শব্দে স্বভাবতই 'ষ' হয়েছে?
‘উ’ কারের পর বিসর্গ (ঃ) এবং তার পরে 'ক' থাকলে কোন ব্যঞ্জনধ্বনি বসে?
কোন শব্দে ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়?
নিচের কোন শব্দে স্বভাবতই 'ণ' হয়?