বোর মডেলের সীমাবদ্ধসমূহ
তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালি রেখা বিভক্ত হওয়াকে কী বলা হয়?
তড়িৎ প্রবাহের ফলে বর্ণালির রেখা বিভক্ত হওয়াকে স্টার্ক প্রভাব বলে। স্টার্ক প্রভাব হলো কোনো পরমাণু বা অণুর শক্তিস্তরে বিভাজন ঘটার ঘটনা, যা একটি বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ঘটে।
চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালির রেখা বিভক্ত হওয়াকে জিম্যান প্রভাব বলে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
বোরের মডেল দ্বারা নিচের কোনটির বর্ণালি 'ব্যাখ্যা করা যায় না?
বোর পরমাণু মডেল বর্ণালি ব্যাখ্যা করতে পারে-
এক প্রোটন বিশিষ্ট আয়নের
এক ইলেকট্রন বিশিষ্ট আয়নের
এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর
নিচের কোনটি সঠিক?
Na এর শিখা পরীক্ষায় কত তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালি পাওয়া যায়?
বোর মডেল ব্যাখ্যা করতে পারে না-
i. বর্ণালি রেখার সুক্ষ্মতর বিভক্তি
ii. পরমাণুর ত্রিমাত্রিক কাঠামো
iii. হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি
নিচের কোনটি সঠিক?