অস্থি ও তরুনাস্থি
তরুণাস্থির বৈশিষ্ট্য—
i. ম্যাটিক্স অর্ধ-কঠিন
ii. পেরিকন্ড্রিয়ামে আবৃত
iii. ট্রাবেকুলা উপস্থিত
নিচের কোনটি সঠিক?
তুলনীয় বৈশিষ্ট্য | তরুণাস্থি (কোমলাস্থি) | অস্থি |
১. অবস্থান | অস্থির সংযোগস্থলে, পর্যুকার শেষপ্রান্তে, নাসিকা, কর্ণছত্র, স্বরযন্ত্র প্রভৃতি স্থানে | দেহের অন্তঃকঙ্কালরূপে। |
২. গঠন | অকঠিন, নমনীয় ও স্থিতিস্থাপক এবং বিভিন্ন তন্ত্র ও কোষ নিয়ে গঠিত। | কঠিন, অনমনীয়, অস্থিতিস্থাপক এবং বিভিন্ন ধরনের অস্থিকোষ নিয়ে গঠিত। |
৩. ম্যাট্রিক্স (মাতৃকা) | ম্যাট্রিক্সে কল্ড্রিন নামক জৈব পদার্থ থাকে। | ম্যাটিক্সে জৈব পদার্থের মধ্যে কোলাজেন তত্ত্ব, মিউকো-পলিস্যাকারাইড এবং অজৈব পদার্থের মধ্যে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বোনেট ইত্যাদি থাকে। |
৪. কোষের গঠন | গোলাকার বা ডিম্বাকার। | মাকড়সার জালের মত। |
৫. আবরণ | পেরিকন্ড্রিয়াম আবরণ দিয়ে আবৃত। | পেরিঅস্টিয়াম আবরণ দিয়ে আবৃত। |
৬. হ্যাভারসিয়ান তন্ত্র | থাকে না। | উপস্থিত। |
৭. কাজ | দেহের আকৃতি ও ঋজুতা দান; অস্থি গঠন; এবং অস্থির সংযোজক অংশকে দৃঢ় ও স্থিতিস্থাপক করায় সহায়তা দান। | দেহের কাঠামো গঠন; নির্দিষ্ট আকৃতি দান; ভারবহন; দেহযন্ত্রের সুরক্ষা; এবং রক্তকণিকা উৎপাদনে সহায়তা দান। |
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই