করটিক স্নায়ু ও এদের কাজ

তাড়াতাড়ি খাবার খেতে গেলে আমরা অনেক সময় খাবার বন্ধ করে এক নাগাড়ে কাশতে থাকি।

উদ্দীপকে উল্লিখিত ঘটনা কোন স্নায়ুর উদ্দীপনায় ঘটে?

পারভীন খানম ম্যাম

গ্লসোফ্যারিঞ্জিয়াল (Glossopharyngeal) স্নায়ু: অডিটরি স্নায়ুর পেছনে মেডুলা অবলঙ্গাটার পার্শ্ব হতে এ স্নায়ুজোড়া উৎপন্ন হয়। এ স্নায়ু জিহ্বা ও গলবিলের মিউকাস পর্দাসহ গলবিলের পেশিতে বিস্তার লাভ করে। এটি মিশ্র স্নায়ু । স্বাদগ্রহণ, জিহ্বা ও গলবিলের সঞ্চালনে সহায়তা করে।

১০. ভেগাস (Vagus) স্নায়ু: মেডুলা অবলঙ্গাটার পার্শ্বদেশ হতে উৎপন্ন হয়ে প্রতিটি স্নায়ু চারটি শাখায় বিভক্ত হয়। যেমন-

i. ল্যারিঞ্জিয়াল (Laryangeal): স্বরযন্ত্রে বিস্তৃত হয়।

ii. কার্ডিয়াক (Cardiac): হৃৎপিণ্ডে স্নায়ু উদ্দীপনা সরবরাহ করে।

iii. গ্যাস্ট্রিক (Gastric): পাকস্থলিতে স্নায়ু উদ্দীপনা প্রদান করে।

iv. পালমোনারি (Pulmonary): ফুসফুসে বিস্তার লাভ করে। ভেগাস একটি মিশ্র স্নায়ু। শাখাগুলো সংশ্লিষ্ট অঙ্গসমূহের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে।

করটিক স্নায়ু ও এদের কাজ টপিকের ওপরে পরীক্ষা দাও