৪.৪ সম্মাবস্থা ও সাম্মাবস্থা এর গতিশীলতা
তাপমাত্রা বৃদ্ধি করলে নিম্নের বিক্রিয়া অনুসারে SO3 এর উৎপাদনের উপর কি প্রভাব পড়বে?
2SO2 + O2 ⇌ 2SO3 ΔH= -192.46KJ
Solution :
লা-শাতেলিয়ারের নীতি অনুসারে তাপোৎপাদী বিক্রিয়ায় প্রযুক্ত তাপশক্তি একটি অতিরিক্ত ‘উৎপাদ উপাদান’ হয় । তখন পশ্চাৎমুখী বিক্রিয়াসহ নতুন সাম্যাবস্থায়—
* (১) উৎপাদের বিযোজন ঘটার কারণে উৎপাদের পরিমাণ হ্রাস পায় ।
* (২) বিক্রিয়াটি পশ্চাৎমুখী হওয়ায় বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পায় । তাই Kc এর মান হ্রাস পায় ।
KCIO₃ থেকে অক্সিজেন তৈরির সময় কোনটি ধনাত্মক প্রভাব হিসেবে ব্যবহৃত হয়?
নিচের চিত্রটি লক্ষ করো এবং প্রশ্নের উত্তর দাও।সম্মুখ বিক্রিয়ার বেগ এবং পশ্চাৎ বিক্রিয়ার বেগ সমান হলে বিক্রিয়াটি—
নিম্নের বিক্রিয়াগুলো লক্ষ্য কর।
Na3AsO3 (aq) + O2 → কোন বিক্রিয়া ঘটে না
Na3AsO3 (aq) + Na2SO3 (aq) + O2 → Na3AsO4 (aq) + Na2SO4 (aq)
উপরের বিক্রিয়াটিতে কী ধরণের প্রভাবন ঘটে?
রাসায়নিক সাম্যাবস্থায় বিক্রিয়কের সক্রিয় ভর বলতে কী বুঝায়?
i. মোলার ঘনমাত্রা
ii. মোলার আয়তন
iii. আংশিক চাপ
নিচের কোনটি সঠিক?