পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তি
তার্পিন তেলের পৃষ্ঠ টানএবং ঘনত্ব
পানি ব্যবহার করার পর কল বন্ধ করা হল।তারপরও ফোঁটা ফোঁটা পানি পড়ছিল।পরিমাপ করে দেখা গেল প্রতিটি ফোঁটার ব্যাস 4×10-7m । এরকম আঁটটি পানির ফোঁটা একত্রিত করে একটি বড় পানির ফোঁটা তৈরী করা হল।পানির পৃষ্ঠটান 72×10-3 N/m হলে,
(i)বড় পানি ফোঁটার ব্যাস কত?
(ii)পানির তাপমাত্রা কত বৃদ্ধি পাবে?
5cm. ব্যাসার্ধের বুদবুদ সৃষ্টি করতে কৃত কাজ-
T=3×10-2 Nm-1
পৃষ্ঠটান (T) এবং পৃষ্ঠশক্তি (E) এর মধ্যে সম্পর্ক কীরুপ?
প্রতিটি 1mm ব্যাসার্ধের আটটি বৃষ্টির ফোঁটা 5cm/s প্রান্তিক বেগে পতনশীল। যদি আটটি ফোঁটা একত্রিত হয়ে একটি বড় ফোঁটায় পরিণত হয়, তাহলে নির্গত শক্তির পরিমাণ নির্ণয় কর।
[দেয়া আছে, পানির পৃষ্ঠটান = 7.4 x 10-2 N/m]