আমি কিংবদন্তির কথা বলছি

'তার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল বলতে কী ব্যক্ত হয়েছে?'

MCC 24

আমি কিংবদন্তির কথা বলছি টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

আমার বাংলাদেশ যেন কৃষকের মাথায় উষ্ণীয়, যেন বল্লাহারা মাঝির পালে দুরন্ত হাওয়া, এগিয়ে নেওয়া স্রোতধারায় মৎস্যজীবীর গান, ফসলের মাঠে গোলাবারুদে যেন কাঁচা সোনা ধান। আমার সোনার দেশ যেন পোশাককর্মীর সুচ, আমার আশার আলো যেন প্রবাসে কাজ পাওয়া নতুন উদ্যোগে শিল্পকলা, কবিতা আর গান গাওয়া। আমার রক্তে জন্ম নেওয়া শাশ্বত সবুজ।

পরাক্রমশালী মোগলরা ভারতবর্ষের অধিকাংশ অঞ্চল অনায়াসে দখল করতে পারলেও বাংলায় এসে তারা চরম প্রতিরোধের মুখে পতিত হয়। বাংলার বারো-ভূঁইয়ারা ঈশা খাঁ এর নেতৃত্বে তারা মোগলদের আগ্রাসন থেকে বাংলাকে রক্ষা করে। ঈশা খাঁ ছিলেন সংগ্রামী ও অদম্য দেশপ্রেমীর মর্ত প্রতীক।

মিজান স্যার ক্লাশে সেদিন বাঙালি জাতির অতীত ঐতিহ্য নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বাঙালি জাতি সংগ্রামী চেতনা ধারণ করে অত্যাচারীদের মোকাবিলা করে আসছে। শত অত্যাচার সহ্য করলেও তারা পরাধীনতাকে মুখ বুঝে মেনে নেয়নি। বাঙালির ইতিহাস লড়াই করে টিকে থাকার ইতিহাস। যার বড়ো প্রমাণ পাকিস্তানিদের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন ও মুক্তিযুদ্ধ।

‘আমি কিংবদন্তির কথা বলছি' কবিতা রচনার প্রেক্ষাপটে আছে-

i. বাঙালির শিকড়ের ইতিহাস

ii. কবির উচ্চাকাঙ্ক্ষা

iii. বাঙালির বিজয়-সংগ্রাম

নিচের কোনটি সঠিক?