সহজাত আচরন(ইনসটিংক্টস)
তিনকাঁটা স্টিকলব্যাক পুরুষ মাছের বৈশিষ্ট্য-
শীতকালে প্রজননের জন্য প্রস্তুত হয়
পিতা ও মাতা উভয়ের ভূমিকা পালন করে
ডিম না ফোঁটা পর্যন্ত ফ্যানিং কার্য চালিয়ে যায়
নিচের কোনটি সঠিক?
নীড় ও নীড়ের ভিতর থাকা নিষিক্ত ডিমগুলো থেকে সুস্থ পোনা উৎপাদন, রক্ষা, যত্ন নেওয়া ও সবশেষে নিরাপদে পরিবেশে ফিরে যাওয়া অনুকূলে রাখতে পুরুষ মাছ সদাব্যস্ত থাকে । এ সময় বাসার কাছে নিজ প্রজাতির, সদস্যসহ কোনো মাছ বা ক্ষতিকর প্রাণীর প্রবেশ রোধ করতে মাছ সদা তৎপর থাকে । ডিম ফোটার অনুকূল পরিবেশ বজায় রাখার জন্য স্টিকলব্যাক এক অদ্ভূত আচরণ করে । বাসায় প্রবেশ পথের সামনে মাথা নিচু করে তীর্যকভাবে অবস্থান নিয়ে বক্ষপাখনা সামনের দিকে সঞ্চালিত করে। এভাবে অক্সিজেন চাহিদা নিশ্চিত করতে পানিস্রোত অব্যাহত রাখে । এ ডিম প্রক্রিয়ার নাম ফ্যানিং (fanning) ।
সাত-আটদিনের মধ্যে ডিম ফুটে পোনা বেরিয়ে বাসা ত্যাগ করতে শুরু করলে ফ্যানিং বন্ধ করে দেয় । পোনাগুলো পাহারা দেওয়ার সময় স্টিকলব্যাক আক্রমণাত্মক হয়ে উঠে । পোনার দল অটুট রাখতে ব্যস্ত হয়ে পড়ে । কোনো কারণে দলের কিছু গোনা দলছুট হলে পুরুষ মাছটি দ্রুত সেগুলোকে মুখে তুলে এনে মূলদলে ছেড়ে দেয় । দুসপ্তাহ পর পোনা দলবদ্ধ চলতে অভ্যস্ত হয়ে পড়ে । এ পর্যায়ে অতিযত্ন ও সতর্কতার মধ্যে রেখে বড় করে তোলা ভবিষ্যৎ বংশধরগুলোকে ছেড়ে নিজের পূর্ণবয়স্ক ঝাঁকে ফিরে যায় ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
উদ্দিপকের 'A' চিহ্নিত অংশের বৈশিষ্ট্য -
স্কেলেরোপ্রোটিনে গঠিত
স্টিলের চেয়ে ৫গুন শক্ত
স্পিনারেটের মাধ্যমে সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
প্রাণীর সহজাত আচরণ হলো-
নিচের কোনটি সঠিক?
নিচের কোনটি সমগোত্রীয় পাখির উদাহরণ নয়?
প্রজনন ঋতুতে কোন জীবের স্বরথলি ফুলে যায়?