মেন্ডেলিয়ান ইনহেরিট্যান্স সূত্রাবলী ব্যাখ্যা ও ক্রোমোজোম তত্ত্ব

তিনজন বিজ্ঞানী পৃথকভাবে এবং একই সময়ে মেন্ডেলের সূত্রের পুনঃআবিষ্কার করেন। ফলে মেন্ডেল পান চূড়ান্ত সফলতা। 

উদ্দীপকে উল্লিখিত সময়টি হলো-

পারভীন খানম ম্যাম

মেন্ডেলের মৃত্যুর ১৬ বছর পর অর্থাৎ ১৯০০ খ্রিস্টাব্দে তিন ভিন্ন দেশের তিন বিজ্ঞানী পৃথকভাবে কিন্তু একই সময়ে মেন্ডেলের গবেষণার ফলাফল পুনরাবিষ্কার করেন।

বিজ্ঞানীরা হলেন :

১. নেদারল্যান্ডসের উদ্ভিদবিজ্ঞানী হিউগো ডে ভিস (Hugo de Vries, 1848–1935),

২. জার্মানির উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক কার্ল করেন্স (Carl Correns, 1864–1933) এবং

৩. অস্ট্রিয়ার কষিবিজ্ঞানী এরিক শ্চের্মেক (Erich Tschermak, 1871-1962 )।

মেন্ডেলিয়ান ইনহেরিট্যান্স সূত্রাবলী ব্যাখ্যা ও ক্রোমোজোম তত্ত্ব টপিকের ওপরে পরীক্ষা দাও