সংখ্যাবাচক শব্দ
‘তিন’ এ তারিখবাচক সংখ্যা কী হবে?
তারিখবাচক সংখ্যাশব্দ:বাংলায় মাসের দিন নির্দেশ করতে যে সংখ্যাশব্দ ব্যবহৃত হয় তা তারিখবাচক (numeral in dates) সংখ্যাশব্দ নামে পরিচিত। তারিখবাচক সংখ্যাগুলো এ রকম :
ক. এক থেকে চার তারিখ: পহেলা, দোসরা, তেসরা, চৌঠা।
খ. পাঁচ থেকে আঠারো তারিখ: সংখ্যার শেষে '-ই' প্রত্যয় যোগ করে এই তারিখবাচক সংখ্যাগুলো গঠিত হয়। পাঁচই, ছয়ই, সাতই, আটই, এগারোই, বারাই, সতেরোই, আঠারোই ইত্যাদি।
গ. উনিশ থেকে বত্রিশ তারিখ: সংখ্যার শেষে '-এ' প্রত্যয় যোগ করে এই তারিখবাচক সংখ্যাগুলো গটিত হয়। যেমন- উনিশে, বিশে, পঁচিশে, সাতাশে, ত্রিশে, একত্রিশে, বত্রিশে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই