রেইনকোট
"তুমি আসবে বলে, হে স্বাধীনতা
সখিনা বিবির কপাল ভাঙল
সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর
শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো
দানবের মতো চিৎকার করতে করতে
ছাত্রাবাস বস্তি উজাড় হলো। রিকায়েললেস রাইফেল
আর মেশিনগান খই ফোটাল যত্রতত্র
তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম।"
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'রেইনকোট' গল্পে নুরুল হুদার ঝুলন্ত শরীর কাঁপতে থাকে কেন?
"এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা।" কারণ, 'রেইনকোট' গল্পে এগুলো বাঙালির-
i. জাতীয়তাবোধ জাগিয়ে রাখে
ii দেশপ্রেমকে উজ্জীবিত করে
iii. যুদ্ধ জয়ে প্রেরণা জোগায়
নিচের কোনটি সঠিক?
বায়ান্নর ভাষা আন্দোলনের রায়হান তয়ে মিছিলে যেতে না চাইলেও তপু তাকে জোর করে নিয়ে যায় এবং হাতে একটি প্ল্যাকার্ড ধরিয়ে দেয়। প্ল্যাকার্ড পেয়ে হঠাৎ তার মধ্যে এক অজানা সাহসের উদয় হয় এবং সে দ্রুত মিছিলের দিকে এগিয়ে যায়।
উদ্দীপকের ভাববস্তু 'রেইনকোট' গল্পের কোন অন্তর্নিহিত বিষয়কে ইঙ্গিত করে?
i.সুপ্ত চেতনার জাগরণ
ii. আত্মত্যাগের মহিমা
iii. ভয়কে জয় করা
নিচের কোনটি সঠিক?
"মিরপুরের বিল দিয়া দুই নৌকা বোঝাই কইরা আইছিল।"
'রেইনকোট' গল্পে উক্তিটি কার?