এশিয়ার ইতিহাস

দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশ কখনই ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল না?

DU D 07-08

• ১৭৮২ সাল থেকে থাইল্যান্ডে "চক্রী" বংশের শাসন বলছে।

• থাইল্যান্ডের নাম শ্যামদেশ রাখেন "চক্রী" বংশের প্রথম রাজা "প্রথম রমা"।

• "শ্বেত হাতির দেশ" বলা হয় থাইল্যান্ডকে।

• থাইল্যান্ড শব্দের অর্থ স্বাধীন ভূমি।

• থাইল্যান্ডের অপর নাম শ্যামদেশ।

• ১৯৩৯ সালে শ্যামদেশ নাম পরিবর্তন করে থাইল্যান্ড নাম রাখা হয়।

• থাইল্যান্ড কখনোও কারো উপনিবেশ হয়নি।

এশিয়ার ইতিহাস টপিকের ওপরে পরীক্ষা দাও