অস্থিভঙ্গ ও অস্থিসন্ধিতে আঘাত এবং এদের প্রাথমিক চিকিৎসা
দাঁত ও চোয়ালের মধ্যে যে অস্থি সন্ধি থাকে যা নিম্নের কোনটি?
তন্তুময় অস্থি সন্ধি ৩ ধরনের :
১)সুচার অস্থি সন্ধি :করোটিকার অস্থিতে
২)সিনডেসমোসিস অস্থি সন্ধি : টিবিয়া ও ফিবুলায়
৩)গমফোসিস অস্থি সন্ধি : দাঁত ও চোয়ালে
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
খেলতে গিয়ে বাদলের হাতের ঊর্ধ্ববাহুর হাড় আঘাতপ্রাপ্ত হয়। হাসপাতালে গেলে ডাক্তার বললেন হাড় ভেঙে গেছে। হাড়ের টুকরা ত্বক ভেদ করে বেড়িয়ে না এলেও চিকিৎসক তাকে প্লাস্টার লাগিয়ে প্রয়োজনীয় চিকিৎসাপত্র দেন।
সাইনোভিয়াল অস্থিসন্ধির বৈশিষ্ট্য হলো-
অস্থিসমূহ সরাসরি সংযুক্ত থাকে
হাড়ের প্রান্তে সংযোগী কোমলাস্থি থাকে
গহ্বরে সাইনোভিয়াল ফ্লুইড থাকে
নিচের কোনটি সঠিক?
টিবিয়া ও ফিবুলার অস্থিসন্ধি কোন ধরনের ?
রাকিবের দেহের সবচেয়ে লম্বা অস্থিটির একটি জায়গায় ভেঙ্গে গেছে কিন্তু ভাঙ্গা অংশ চামড়ার বাইরে বের হয়ে যায়নি। ডাক্তার তার পা পরীক্ষা করে তাকে প্রাথমিক চিকিৎসা দিলেন।