সমতলীয় ভেক্টর
দুটি ভেক্টর ও পরস্পর সমান্তরালে ক্রিয়া করছে। ভেক্টরদ্বয় হতে পারে -
সমরেখ ভেক্টর
সমতলীয় ভেক্টর
পরস্পর বিপরীত ভেক্টর
নিচের কোনটি সঠিক?
সমরেখ ভেক্টর (Collinear vectors), দুই বা ততোধিক ভেষ্টর যদি এমন হয় যে তার৷ একই রেখায় বা সমান্তরালে ক্রিয়া করে, তাদেরকে সমরেখ ভেক্টর বলে। বা সমরেখ ভেষ্টর বিপরীত দিকে ক্রিয়ারত দুটি সমজাতীয় ভেক্টরের মান সমান হলে তাদেরকে একে অপরের বিপরীত বা ঋণ ভেক্টর বলে। আর দুটি সমজাতীয় ভেক্টরের মান সমান ও দিক একই দিকে হলে তাদেরকে সমভেক্টর বলে।
সমতলীয় ভেক্টর, দুই বা দুই এর অধিক ভেক্টর যদি একই তলেল অবস্থান করে তবে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে।
বিপরীত ভেক্টর,
বিপরীত দিকে ক্রিয়ারত দুটি সমজাতীয় ভেক্টরের মান সমান হলে তাদেরকে একে অপরের বিপরীত বা ঋণ বা ঋপাত্মক ভেক্টর বলে।
*এরা বিপরীতে ক্রিয়া করলেও এরা পরস্পরের সমান্তরালে হতে পারে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
No related questions found