বীট

দুটি শব্দের তরঙ্গদৈর্ঘ্য 1m ও 1.01m । তরঙ্গ দুটি গ্যাসে 6 সেকেন্ডে 20টি বিট উৎপন্ন করে। শব্দের বেগ কত?

BUTEX 13-14

Vλ1Vλ2=N=206V=2061111.01=336.67 ms1 \frac{\mathrm{V}}{\lambda_{1}}-\frac{\mathrm{V}}{\lambda_{2}}=\mathrm{N}=\frac{20}{6} \therefore \mathrm{V}=\frac{\frac{20}{6}}{\frac{1}{1}-\frac{1}{1.01}}=336.67 \mathrm{~ms}^{-1}

বীট টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

Y=asin2πλ(vtx) Y=a \sin \frac{2 \pi}{\lambda}(v t-x)

0.25 সে.মি. বিস্তারের একটি তরঙ্গ উপরোক্ত তরঙ্গের উপর উপরিপাতিত হয়ে স্থির তরঙ্গ সৃষ্টি করে। বায়ুতে তরঙ্গের বেগ 340 m s1 340 \mathrm{~m} \mathrm{~s}^{-1} এবং বায়ুর ঘনত্ব 1.29 kg m3 1.29 \mathrm{~kg} \mathrm{~m}^{-3} । [ f=320 Hz] \left.f=320 \mathrm{~Hz}\right]

বীট সৃষ্টির শর্ত হলো -- 

  1. বীট সৃষ্টিকারী শব্দতরঙ্গ দুটি একই সময়ে উৎপন্ন হতে হবে। অনুনাদ, প্রতিফলন হয় না। 
  2. তরঙ্গ দুটির কম্পাঙ্ক ও তীব্রতা প্রায় সমান হতে হবে এবং উপরিপাতন হতে হবে। 
  3. তরঙ্গ দুটির মিলিত ক্রিয়ার বিস্তার সময়ের সাথে পরিবর্তিত হবে এবং অপবর্তন হয় না।

একটি টিউনিং ফর্ক অন্য একটি টিউনিং ফর্কের সাথে অনুনাদে ছিলাে যারা কম্পাঙ্ক 508 Hz। অজ্ঞাত ফর্কটিতে সামান্য মােম লাগালে এটি 4টি বিট উৎপন্ন করে। অজ্ঞাত ফর্কটির কম্পাঙ্ক কত?

একটি চ্যানেলের মধ্য দিয়ে 10 সেকেন্ডে 100000 বিট ডেটা ট্রান্সফার হলে এর ব্যান্ডউইথ কত?