সমাস
দুর্ভিক্ষ' এর ব্যাসবাক্য নিচের কোনটি?
পুর্বপদে অব্যয় যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তাহলে তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন- ভিক্ষার অভাব= দুর্ভিক্ষ, কণ্ঠের সমীপে= উপকণ্ঠ, বিরুদ্ধ বাদ= প্রতিবাদ, পশ্চাৎ গমন= অনুগমন, বেলাকে অতিক্রান্ত= উদ্বেল প্রভৃতি।