উলম্ব গতি সংক্রান্ত ও পড়ন্ত বস্তু

দৃশ্যকল্প-১: একটি ক্রিকেট বল u বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। 5 সে. পর একই বিন্দু হতে একই বেগে অপর একটি বলকে একই দিকে নিক্ষেপ করা হলো।

দৃশ্যকল্প-২: একটি বস্তুকণা u বেগে আনুভূমিক এর সাথে α\alpha কোণে নিক্ষেপ করা হলো।

RB, CB, Ctg B, BB 18
উলম্ব গতি সংক্রান্ত ও পড়ন্ত বস্তু টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

উপরে উল্লম্বভাবে নিক্ষিপ্ত বস্তুকণার ক্ষেত্রে—

i. সর্বাধিক উচ্চতা u2 g \frac{\mathrm{u}}{2 \mathrm{~g}}

ii. উত্থানকাল ug \frac{\mathrm{u}}{\mathrm{g}}

iii. মোট বিচরণকাল 2ug \frac{2 u}{g}

নিচের কোনটি সঠিক?

একটি স্তম্ভের শীর্ষবিন্দু হতে 29.4 ms¹ বেগে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হল। 4s পরে একই স্থান হতে আর একটি বস্তুকে ছেড়ে দেওয়া হল। তারা একই সময়ে ভূমিতে পতিত হলে স্তম্ভের উচ্চতা এবং দ্বিতীয় বস্তুর পতনকাল নির্ণয় কর।

দৃশ্যকল্প-১: স্থিরাবস্থা হতে সরলরেখায় চলমান একটি বস্তুকণা প্রথমে y সমত্বরণে এবং পরে z সমমন্দনে চলে ।

দৃশ্যকল্প-২: একটি পাথর u বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করার t সময় পর ঐ একই বিন্দু হতে একই আদিবেগে অপর একটি পাথর খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো ।

মাটি হতে 39.2 মিটার উঁচু কোন স্থান হতে এক টুকরো পাথর ছেড়ে দেওয়া হল। একই সঙ্গে ভূমি হতে অপর এক টুকরো পাথর একই খাড়া রেখার উপরের দিকে 19.6 ms¯¹ বেগে নিক্ষেপ করা হল। প্রমাণ কর যে, তারা মধ্যপথে মিলিত হবে এবং মিলিত হওয়ার সময় নির্ণয় কর।