এই পৃথিবীতে এক স্থান আছে
"দেশবন্ধু আসিয়াছে ক্ষুরধার পদ্মায় এবার,
কালীদহে ক্লান্ত গাঙশালিখের ভিড়ে যেন
আসিয়াছে ঝড়,
আসিয়াছে চণ্ডীদাস-
রামপ্রসাদের শ্যামা সাথে সাথে তার;
শঙ্খমালা, চন্দ্রমালা; মৃত শত কিশোরীর
কঙ্কণের স্বর।
'এই পৃথিবীতে এক স্থান আছে' কবিতার যেকোনো দুইটি গাছের নাম লেখো।
'বিশালাক্ষী দিয়েছিল বর,' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উদ্দীপকের 'দেশবন্ধু' শব্দটি দ্বারা 'এই পৃথিবীতে এক স্থান আছে' কবিতার কবির মনোভাবের কোন দিকটির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে? বুঝিয়ে লেখো।
'রূপকথা ও চিত্রকল্পের' ব্যবহারে উদ্দীপকের সাথে 'এই পৃথিবীতে এক স্থান আছে' কবিতার সাদৃশ্য বিচার করো।
বুদ্ধদেব বসু কাকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেছেন?
কবি জীবনানন্দ দাশ শঙ্খমালার রূপকল্পে কী বোঝাতে চেয়েছেন?