৩.৪ মোলার ঘনমাত্রা বা মোলারিটি ( একক এর পরিবর্তন)

দ্রবণের কোন একক তাপমাত্রার উপর নির্ভরশীল নয়?

BAU 17-18

ইতিপূর্বে কোনো দ্রবণের ঘনমাত্রাকে প্রকাশের পাঁচটি একক ব্যবহৃত হতো। যেমন, (১) মোলার দ্রবণ, (২) মোলাল দ্রবণ, (৩) নরমাল দ্রবণ, (৪) শতকরা পরিমাণ, (৫) মোল ভগ্নাংশ ইত্যাদি। বর্তমানে মোলাল দ্রবণ, (প্রতি কিলোগ্রাম দ্রাবকে এক মোল দ্রব থাকে; এটি তাপমাত্রার প্রভাবমুক্ত) এবং নরমাল দ্রবণ (প্রতি লিটার দ্রবণে এক গ্রাম তুল্য ভর দ্রব থাকে) পদ দুটি দ্রবণের ঘনমাত্রার এককরূপে ব্যবহৃত হয় না।

৩.৪ মোলার ঘনমাত্রা বা মোলারিটি ( একক এর পরিবর্তন) টপিকের ওপরে পরীক্ষা দাও