৩.৪ মোলার ঘনমাত্রা বা মোলারিটি ( একক এর পরিবর্তন)

দ্রবণের ঘনমাত্রা লঘুকরণের মূলভিত্তি হলো-

কবীর স্যার

দ্রবণের লঘুকরণ: উচ্চ মোলার দ্রবণ থেকে নিম্ন মোলার দ্রবণ তৈরি করার প্রক্রিয়াকে দ্রবণের লঘুকরণ বলে। বিভিন্ন বিশ্লেষণ কাজের জন্য গাঢ় এসিড থেকে লঘু এসিড দ্রবণ তৈরি করতে হয়।

লঘুকরণের মূলভিত্তি হলো নিম্নরূপ:

আমরা জানি, দ্রবের মোল সংখ্যা = মোলারিটি × লিটার এককে দ্রবণের আয়তন।

সুতরাং M₁ মোলারিটির V₁ লিটার দ্রবণে পানি যোগ করে V₂ লিটার করা হলো এবং এ দ্রবণের ঘনমাত্রা M₂ ধরা হলে, তখন উভয় দ্রবণের মোল সংখ্যা সমান থাকার কারণে লঘুকরণ প্রক্রিয়ার ক্ষেত্রে নিম্নরূপ সম্পর্ক হয়:

V1×M1=V2×M2 V_{1} \times M_{1}=V_{2} \times M_{2}

৩.৪ মোলার ঘনমাত্রা বা মোলারিটি ( একক এর পরিবর্তন) টপিকের ওপরে পরীক্ষা দাও