ঐকতান
ধনী পরিবারের সন্তান মোহসীন চৌধুরী। রাজনীতিতে এসেছেন অনেক দিন। জনকল্যাণক কাজও করেছেন। কিন্তু প্রান্তিকজনের সাথে তেমনভাবে তিনি মিশতে পারেননি। গণমানুষের নেতা হতে না পেরে তার আক্ষেপের শেষ নেই।
উদ্দীপকের মোহসীন চৌধুরীর মর্মবেদনা নিচের কোন চরণে প্রকাশিত?
• মোহসীন চৌধুরীর রাজনীতিতে জনকল্যাণমূলক কাজ করলেও প্রান্তিক মানুষের সাথে ঘনিষ্ঠভাবে মিশতে না পারার জন্য গণমানুষের নেতা হতে পারেননি। তার এই অপূর্ণতা এবং আক্ষেপ "এই স্বরসাধনায় পৌছিল না বহুতর ডাক- / রয়ে গেছে ফাঁক" চরণে স্পষ্ট। এটি মানুষের অন্তর জয়ের ব্যর্থতার প্রতীক।