নগ্নবীজি উদ্ভিদ এবং Cycas গঠন ও শনাক্তকারী বৈশিষ্ট্য
নগ্নবীজী উদ্ভিদের জননাঙ্গে নেই-
i. গর্ভদণ্ড
ii. ডিম্বক
iii. গর্ভাশয়
নিচের কোনটি সঠিক?
গর্ভাশয় আর গর্ভদন্ড নেই। ডিম্বক তো আছে।
শিক্ষক ক্লাসে বললেন, বীজ উৎপন্ন করে এমন উদ্ভিদগুলোকে দুইটি গ্রুপে ভাগ করা যায়। যেমন— একটি গ্রুপের উদ্ভিদ ফলহীন ও সস্য হ্যাপ্লয়েড এবং অপর গ্রুপের উদ্ভিদ ফলযুক্ত ও সস্য ট্রিপ্লয়েড।
Cycas-এর সস্যতে ক্রোমোসোম সেট-এর সংখ্যা—
উদ্দীপকটি লক্ষ করো এবং নিচের প্রশ্নগুরোর উত্তর দাও।
বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ী অঞ্চলে দেখতে পাওয়া যায় এমন একটি উদ্ভিদের ফসিল মাটির নিচে খনিতেও পাওয়া যায়। এ সকল উদ্ভিদ বংশবিস্তার সাধারণত পার্শ্ব মুকুল সৃষ্টির মাধ্যমে এবং ফুল সৃষ্টি করে সরাসরি বীজ উৎপাদনের মাধ্যমে হয়ে থাকে।