প্রাণিজগতের ভিন্নতা, শ্রণিবিন্যাসের ভিত্তি ও নীতি এবং এর প্রয়োজনীয়তা
নটোকর্ড থাকে না-
নিচের কোনটি সঠিক?
ক. ননকর্ডেট (Non-chordate) : যেসব প্রাণীর দেহে কখনোই নটোকর্ড থাকে না তাদের ননকর্ডেট বলে।নটোকর্ড ছাড়াও এদের স্নায়ুরজ্জু,গলবিলীয় ফুলকা রন্ধ্র অনুপস্থিত। যেমন- Porifera থেকে Echinodermata পর্বের সকল প্রাণী। উদাহরণ-Hydra vulgaris (হাইড্রা), Periplaneta americana (আরশোলা), Pila globosa (আপেল শামুক), Asterias rubens (সমুদ্রতারা) ইত্যাদি।
নিচের উদ্দীপকটি লক্ষ কর-
ছক-১ | ছক-২ |
প্রাণী: রুই মাছ গোলকৃমি ও ফিতাকৃমি | ছক-১ এ বিদ্যমান প্রাণীদের দেহগহ্বরের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীভুক্ত করা যায়। |
অ্যামোসিটি হলো-
প্রাণিজগতে প্রাণীদের শনাক্তকরণে সিলোম একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তাছাড়া প্রতিসাম্যতাও প্রাণী শনাক্তকরণের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের প্রতিসাম্যতা পরিলক্ষিত হয়ে থাকে।
প্রাণীদের কেন্দ্রীয় অক্ষ বরাবর বিভাজনকে কী বলে?