প্রাণিজগতের ভিন্নতা, শ্রণিবিন্যাসের ভিত্তি ও নীতি এবং এর প্রয়োজনীয়তা

নটোকর্ড থাকে না-

  1. ঘাসফড়িং 
  2. মশা
  3. কেঁচো

নিচের কোনটি সঠিক?

ক. ননকর্ডেট (Non-chordate) : যেসব প্রাণীর দেহে কখনোই নটোকর্ড থাকে না তাদের ননকর্ডেট বলে।নটোকর্ড ছাড়াও এদের স্নায়ুরজ্জু,গলবিলীয় ফুলকা রন্ধ্র অনুপস্থিত। যেমন- Porifera থেকে Echinodermata পর্বের সকল প্রাণী। উদাহরণ-Hydra vulgaris (হাইড্রা), Periplaneta americana (আরশোলা), Pila globosa (আপেল শামুক), Asterias rubens (সমুদ্রতারা) ইত্যাদি।

প্রাণিজগতের ভিন্নতা, শ্রণিবিন্যাসের ভিত্তি ও নীতি এবং এর প্রয়োজনীয়তা টপিকের ওপরে পরীক্ষা দাও