সিরাজউদ্দৌলা
নবাব সিরাজউদ্দৌলাকে কায়েদখানায় হত্যা করেছিল কে ?
মোহাম্মদি বেগ- বাংলার ইতিহাসের এক ঘৃণ্য চরিত্র মোহাম্মদি বেগ। কৃতঘ্ন এবং অতিশয় হিংস্র চরিত্রের মানুষ হিসেবে ইতিহাসের আস্তাকুঁড়ে মোহাম্মদি বেগের স্থান। ক্লাইভ কারারুদ্ধ সিরাজকে হত্যার সিদ্ধান্ত নিলে সিরাজের প্রাণহরণে একে একে সবাই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। অবশেষে মিরজাফর পুত্র মীরনের মধ্যস্থতায় মোহম্মদী বেগ রাজি হয় সিরাজকে হত্যা করতে।
সালভেদর আলেন্দে ছিলেন চিলির নির্বাচিত প্রেসিডেন্ট। ১৯৭৩ সালে দেশের সেনাবাহিনী তাকে হত্যা করে ক্ষমতা গ্রহণ করে আলেন্দ কর্তৃকই নিয়োগপ্রাপ্ত জেনারেল পিনোচেট।
উভয় চরিত্রের সাদৃশ্যগত বৈশিষ্ট্য-
i. ক্ষমতালিপ্সা
ii. বিশ্বাসঘাতকতা
iii. কাপুরুষতা
নিচের কোনটি সঠিক?
ঘসেটি বেগমের বাড়িতে হঠাৎ নবাব উপস্থিত হলে, সবাই-
i. অভিবাদন জানাল
ii. হকচকিয়ে গেল
iii. সতর্ক হলো
নিচের কোনটি সঠিক?
'যত বড় মুখ নয় তত বড় কথা' সংলাপটি বলেছে-
"সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তা?"
'সিরাজউদ্দৌলা' নাটকে উক্তিটি কার?