সিরাজউদ্দৌলা

নবাব সিরাজউদ্দৌলাকে কায়েদখানায় হত্যা করেছিল কে ?

RB 24

মোহাম্মদি বেগ- বাংলার ইতিহাসের এক ঘৃণ্য চরিত্র মোহাম্মদি বেগ। কৃতঘ্ন এবং অতিশয় হিংস্র চরিত্রের মানুষ হিসেবে ইতিহাসের আস্তাকুঁড়ে মোহাম্মদি বেগের স্থান। ক্লাইভ কারারুদ্ধ সিরাজকে হত্যার সিদ্ধান্ত নিলে সিরাজের প্রাণহরণে একে একে সবাই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। অবশেষে মিরজাফর পুত্র মীরনের মধ্যস্থতায় মোহম্মদী বেগ রাজি হয় সিরাজকে হত্যা করতে।

সিরাজউদ্দৌলা টপিকের ওপরে পরীক্ষা দাও