৫.১০ নানো পার্টিকেল
নলকূপের পানির As অপসারণ করতে পারে নিচের কোন ন্যানো কণাটি?
পানি বিশোধন: পানি হতে বিভিন্ন অপদ্রব্য দূর করার কাজে অর্থাৎ পানি বিশোধনের ক্ষেত্রে ন্যানো কণার আয়রন ব্যবহার নিয়ে গবেষণায় সুফল পাওয়া গেছে। অনতিবিলম্বে এটি বাজারে আসতে পারে। কার্বন টেট্রাক্লোরাইড () দ্বারা দূষিত পানিকে বিশোধনে আয়রন ন্যানো কণা এবং নলকূপের পানিতে থাকা আর্সেনিক দূর করতে আয়রন অক্সাইড ন্যানো কণা ব্যবহৃত হচ্ছে।