২.১৫ পলিমার
নাইলন কোন ধরনের পলিমার অণু?
হোমো পলিমার
কৃত্রিম পলিমার
প্রাকৃতিক পলিমার
অর্ধকৃত্রিম পলিমার
কৃত্রিম পলিমার : পরীক্ষাগারে ও শিল্পক্ষেত্রে রাসায়নিক পদার্থ থেকে কৃত্রিম পলিমার তৈরি করা হয়। যেমন নাইলন, টেরিলিন, পলিথিন, পলিস্টারিন, পলিভিনাইল ক্লোরাইড, টেফলন ইত্যাদি।
রেইনকোট তৈরীতে কোনটি ব্যবহৃত হয়?
রান্নার ফ্রাই প্যানে কোনটির কোটিং (Coating) ব্যবহৃত হয়?
পলিমার হলো-
নাইলন 6ঃ6 কোন ধরণের পলিমার?