বিলুপ্তপ্রায় জীব, বিলুপ্তির কারণ ও বিলুপ্তপ্রায় জীব সংরক্ষণ
নাহিদা বর্ষাকালে ফরিদপুর থেকে ঢাকা আসার পথে দেখলো একটি প্রাণী হঠাৎ করে পানির উপরে উঠে আবার ডুবে গেলো। নাহিদার বাবা বললেন ওটা শুশুক।
উদ্দীপকের প্রাণীটি -
বাচ্চা প্রসব করে
নদীতে বসবাস করে
বিপন্ন হিসেবে বিবেচিত
নিচের কোনটি সঠিক ?
শুশুক একটি স্তন্যপায়ী জলজ প্রাণী। বাংলাদেশে এখন এটি বিপন্ন প্রাণী হিসেবে পরিচিত। সাধারণত
সমুদ্রে বিচরণ করে। বর্ষায় বড় বড় নদী দিয়ে অনেক ভেতরেও চলে আসে। বাংলাদেশে দূ'ধরনের শুশুক পাওয়া যায়, একটির বৈজ্ঞানিক নাম Orcaella brevirostris এবং অপরটির বৈজ্ঞানিক নাম Neophocaena phocaenoides । দ্বিতীয়টির পিঠে পাখনা নেই। এরা মাঝে মাঝে পানি থেকে উপরে লাফ দেয় এবং দল বেঁধে চলে। মাছ এদের প্রধান খাদ্য। এরাও মাছ, শিও বা শিও মাছ, হউম মাছ, হচ্চুম মাছ ইত্যাদি নানা নামে পরিচিত।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই