১.৩- ল্যাবরেটরি, যন্ত্রপাতি ও গ্লাস সামগ্রী পরিষ্কার কৌশল, নিক্তি ও ব্যলেন্স

নিচের উক্তিগুলো ভালোমতো পড়ঃ

  1. আয়তনমিতিক ফ্লাস্কের সাহায্যে প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যায়

  2. পিপেট পরিষ্কার করতে ক্রোমিক এসিড ব্যবহার করা হয় 

  3. টাইট্রেশন করতে গোলতলি ফ্লাস্ক ব্যবহার করা হয়

নিচের কোনটি সঠিক?

গুহ স্যার

আয়তনিক বিশ্লেষণের টাইট্রেশন বিক্রিয়া কনিকেল ফ্লাস্কে ঘটানো হয়। এটা সাধারণত 250 cm³³ আয়তনের হয়ে থাকে। তবে প্রয়োজনবোধে ছোট-বড় বিভিন্ন আয়তনের কনিকেল ফ্লাস্ক পাওয়া যায় । টাইট্রেশন কাজে ব্যবহৃত হওয়ায় কনিকেল ফ্লাস্ককে টাইট্রেশন ফ্লাঙ্কও বলে।

১.৩- ল্যাবরেটরি, যন্ত্রপাতি ও গ্লাস সামগ্রী পরিষ্কার কৌশল, নিক্তি ও ব্যলেন্স টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

 কোনটি প্রাথমিক প্রমাণ পদার্থের বৈশিষ্ট্য নয়?

কোনটি ত্বক দ্বারা শোষিত হয় ? 

একজন শিক্ষার্থী ল্যাবরেটরিতে কাজ করার সময় তার হাতে গাঢ় H2SOপড়ে গেল,.ল্যাব শিক্ষক সাথে সাথে তার হাত 5% 'X ' দ্রবণ দ্বারা ধুয়ে দিলেন।

H2SO4 এর পরিবর্তে NaOH  পড়ে গেলে ল্যাব শিক্ষক  কোনটি বেবহার করতেন?

একজন শিক্ষার্থী ল্যাবরেটরিতে আয়তনিক বিশ্লেষণের জন্য ব্যুরেটে অজানা মাত্রা HCl দ্রবণ নিয়ে একটি বিকারে 10 mL 0.05M Na2CO3 দ্রবণ নিয়েছিল।

উল্লেখিত আয়তনিক বিশ্লেষণের ক্ষেত্রে- 

  1.  ব্যুরেটটিকে প্রথমে পানি ও পড়ে নমুনা HCl দ্বারা রিনস করতে হবে

  2.  বিকারের পরিবর্তে কনিক্যাল ফ্লাস্ক ব্যবহার করা শ্রেয়

  3.  ব্যবহৃত রাসায়নিক দ্রব্য ক্ষয়কারক

নিচের কোনটি সঠিক?