২.৬ aromaticity ও হাকেল তত্ব, বেনজিন
নিচের উক্তিগুলো লক্ষ্য কর :
অ্যানথ্রাসিন পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক যৌগ
বেনজিন চক্রে কার্বন-কার্বন বন্ধন দৈর্ঘ্য 0.139 nm
অ্যারোমেটিক যৌগে (4n + 2) সংখ্যক π- ইলেকট্রন উপস্থিত; n = 0,1, 2, 3 ইত্যাদি
নিচের কোনটি সঠিক?
বলয় বা চক্র গঠনকারী প্রতিটি পরমাণুতে p-অরবিটাল থাকতে হবে। এসব p-অরবিটাল মূল বলয়ের তলের ওপর ও নিচের দিকে পাশাপাশি অধিক্রমণ দ্বারা সঞ্চরণশীল অবস্থায় চক্রাকারে আণবিক অরবিটাল গঠন করবে। এ আণবিক অরবিটালে সঞ্চরণশীল ইলেকট্রন সংখ্যা অবশ্যই (4n+ 2) দ্বারা নির্ধারিত হবে। এখানে n দ্বারা সুষম পঞ্চভুজ অথবা ষড়ভুজ বলয় বা চক্রের সংখ্যা বোঝানো হয়। n = 0, 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা হবে।
যেমন, n = 0 হলে, সঞ্চরণশীল ইলেকট্রন (4n+ 2) = (4 × 0 + 2) = ২টি হয়। এটি ত্রিভুজাকার সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়নকে বোঝায়। পঞ্চভুজের কম হওয়ায় n = 0 হয়েছে।