ভাস্কুলার বান্ডল

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও:

এন্ডোডার্মিসের ঠিক নিচে অবস্থিত এক বা একাধিক স্তর নিয়ে গঠিত একটি টিস্যু। এটি প্যারেকাইমা বা স্ক্লেরেনকাইমা টিস্যু দ্বারা গঠিত।

উদ্দীপকে উল্লিখিত টিস্যুটির নাম কী?

JCC 24

পেরিসাইকল বা পরিচক্র (Pericycle) : অন্তঃত্বকের নিচে এবং ভাস্কুলার বান্ডলের বাইরে এক বা একাধিক স্তরে

বিন্যস্ত বিশেষ টিস্যুকে পেরিসাইকল বলে। কতক জলজ উদ্ভিদের মূলে বা কাণ্ডে এদের দেখতে পাওয়া যায় না। মূলে

সাধারণত পেরিসাইকল একস্তরবিশিষ্ট হয়ে থাকে। শুধু প্যারেনকাইমা টিস্যু অথবা স্ক্লেরেনকাইমা টিস্যু অথবা দু'টিস্যর মিশ্রণে

এ স্তর গঠিত হতে পারে। কুমড়া ও কুমারিকা কাণ্ডে এটি বহুস্তরবিশিষ্ট ও স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। স্ক্লেরেনকাইমা

টিস্যু শুধু ফ্লোয়েম টিস্যুর মাথায় অবস্থান করলে এটিকে হার্ড বাস্ট বা গুচ্ছটুপি (bundle cap) বলে। এ স্তর হতে সেকেন্ডারি

ভাজক টিস্যুর সৃষ্টি হয়।

কাজ : খাদ্য সঞ্চয় ও কাণ্ডকে দৃঢ়তা প্রদান করে। এছাড়া পার্শ্বমূল সৃষ্টি করা এবং কাণ্ডে অস্থানিক মূল সৃষ্টি করা এ

অংশের কাজ।

ভাস্কুলার বান্ডল টপিকের ওপরে পরীক্ষা দাও