১.৬- বুন্সেন বার্নার, রিয়েজেন্ট বোতল

নিচের কোনটিতে তাপ দেওয়ার জন্য তারজালি ব্যবহৃত হয়?

হাজারী এবং নাগ স্যার ,কবীর স্যার,কবীর স্যার

বিকার ও কনিকেল ফ্লাঙ্কে তাপ দেয়ার কৌশল :

(i) ল্যাবরেটরিতে পাইরেক্স গ্লাসের তৈরি বিকার ও কনিকেল ফ্লাস্কে তাপ দেয়ার প্রয়োজন হয় দ্রবণকে গাঢ়ীকরণে, বিক্রিয়ক মিশ্রণকে বিক্রিয়ার শর্ত মতে উত্তপ্তকরণের বেলায়।

(ii) এসব ক্ষেত্রে ত্রিপদী স্ট্যান্ডের ওপর 6″ × 6” আকারের অ্যাবেস্টেস [Mg3Si2O5(OH)4] \left[\mathrm{Mg}_{3} \mathrm{Si}_{2} \mathrm{O}_{5}(\mathrm{OH})_{4}\right] পেস্টের প্রলেপযুক্ত তারজালি দিয়ে এর ওপর বিকার, কনিকেল ফ্লাঙ্ক রেখে ধীরে ধীরে বুনসেন বার্নার দিয়ে তাপ দেয়া হয় ।

(iii) কনিকেল ফ্লাস্কে দ্রবণের আয়তন ঠিক রেখে উত্তপ্ত করতে হলে কনিকেল ফ্লাস্কে ফানেল বসিয়ে দেয়া হয়।

১.৬- বুন্সেন বার্নার, রিয়েজেন্ট বোতল টপিকের ওপরে পরীক্ষা দাও