অর্ধপরিবাহীর ধারনা ও প্রকারভেদ
নিচের কোনটি অর্ধ পরিবাহীর শক্তি ব্যান্ড নির্দেশ করছে?
অর্ধপরিবাহী : অর্ধপরিবাহী পদার্থ্থের যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তি পার্থক্য অন্তরকের তুলনায় অনেক কম থাকে। যেমন সিলিকনের ক্ষেত্রে এর মান এবং জার্মেনিয়াম কেলাডের জন্য । পরম শূন্য তাপমাত্রায় পরিবহন ব্যান্ড সম্পূর্ণ খালি এবং যোজন ব্যান্ড সম্পূর্ণ পূর্ণ থাকে, তাই এ তাপমাত্রায় অর্ধপরিবাহী আদর্শ অন্তরক হয়। কম তামপত্রায় পরিবহন ব্যান্ড আংশিক পূর্ণ এবং যোজন ব্যান্ড আংশিক খালি থাকে। তাপমাত্রা বাড়ালে যোজন ব্যান্ড থেকে অধিক পরিমাণ ইলেকট্রন শক্তি সঞ্চয় করে পরিবহন ব্যান্ডে প্রবেশ করে এবং বিদ্যুৎ প্রবাহে অংশগ্রহণ করে। তাই তাপমাত্রা বৃদ্ধির ফলে বিদ্যুৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। চিত্র-১8.8 এ ব্যান্ড চিত্রের সাহায্যে পরিবাহী, অন্তরক ও অর্ধপরিবাহী পদার্থের পার্থক্য দেখানো হয়েছে।
নিম্নের কোনটি অর্ধপরিবাহী?
যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী শক্তির ব্যাবধান 0.7 eV হলে সেটি নিচের কোনটি?
অর্ধপরিবাহী পদার্থ-
পরম শূন্য তাপমাত্রায় অপরিবাহী
এর আপেক্ষিক রোধ 10-4 ক্রমের
অপদ্রব্য মিশিয়ে পরিবাহিতা বাড়ানো হয়
নিচের কোনটি সঠিক?
স্বাভাবিক তাপমাত্রায় p-টাইপ অর্ধপরিবাহীর আধান পরিবাহী কোনটি(কোনোগুলো)?