৩.৮ সমযোজী বন্ধন এর শ্রেণীবিভাগ
নিচের কোনটি অষ্টক সম্প্রসারিত মৌল?
একটি পরমাণু স্থিতিশীল হতে চায় যখন তার সর্ববহিস্থ কক্ষপথে ৮টি ইলেকট্রন থাকে। এই অবস্থাকে অষ্টক বলা হয়। পরমাণু তাদের সর্ববহিস্থ কক্ষপথে ৮টির বেশি ইলেকট্রন ধারণ করতে পারে। এটিকে অষ্টক সম্প্রসারণ বলে।
PCl_5 এর মোল ফসফরাস এর শেষ কক্ষপথে পাঁচটি ইলেকট্রন থাকে এবং এটি ক্লোরিনের সাথে পাঁচটি ইলেকট্রন শেয়ার করে যার ফলে এর শেষ কক্ষপথে মোট ১০টি ইলেকট্রন থাকে। এক্ষেত্রে OCl_5 এর অষ্টক সম্প্রসারণ ঘটে।