অ্যামিনো এসিড ও প্রোটিন
নিচের কোনটি অ্যামাইনো এসিডের বৈশিষ্ট্য নয়?
অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য-
১। মানবদেহের প্রায় সব অ্যামিনো অ্যাসিডই @-অ্যামিনো অ্যাসিড
২। এরা পানিতে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয় ।
৩। এরা স্বাদহীন, মিষ্টি বা তিক্ত পদার্থ ।
৪। এরা বর্ণহীন, স্ফটিকাকার পদার্থ।
৫ । মৃদু অ্যাসিড বা ক্ষারে অ্যামিনো অ্যাসিড লবণ সৃষ্টি করে।
৬ । এরা উচ্চ গলনাঙ্কবিশিষ্ট।
৭। বিশুদ্ধ প্রোটিনকে কোনো রাসায়নিক পদার্থ কিংবা এনজাইম এর সাহায্যে সম্পূর্ণ হাইড্রোলাইসিস (আর্দ্র-বিশ্লেষণ) করলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়।
৮। এক বা একাধিক ধরনের অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধনীর মাধ্যমে সংযুক্ত হয়ে প্রোটিন গঠন করে।
৯। অ্যাসিড ও ক্ষারবিশিষ্ট অ্যামিনো অ্যাসিডের মূলককে জুইটার আয়ন (Zuitter lons; Zuitter = hybrid) বলে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
খাবার চালে বিদ্যমান প্রোটিন কোনটি?

উক্ত বন্ধন এর মাধ্যমে উৎপন্ন যৌগ গুরুত্বপূর্ণ ,কারণ এটি-
জীবদেহের গাঠনিক উপাদান
প্রাণীদেহে O2 ও CO2 এর বাহক
জৈব প্রভাবক
নিচের কোনটি সঠিক?
জীবদেহের গাঠনিক উপাদান হিসাবে বিশেষ এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, যাহার কিছু অংশ আবার বিভিন্ন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে থাকে।
জীবদেহে বিদ্যমান বৃহৎ পলিপেপটাইড যৌগ 'F' এর বিশেষ ধরণ 'G' বিভিন্ন জৈব-রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে।