ঘাসফড়িং এর গঠন
নিচের কোনটি উদ্দীপকের চিত্রের অংশ?
চিত্রটি হচ্ছে ল্যাবিয়াম।
ঘাসফড়িং এর মুখছিদ্রের নিচে মধ্যাংশ বরাবর স্থানে বহুসন্ধিল একটি ল্যাবিয়াম বা অধঃওষ্ঠ রয়েছে। ল্যাবিয়ামকে দ্বিতীয় জোড়া ম্যাক্সিলির প্রতিনিধি মনে করা হয়। এটি মূলত দুটি খণ্ডে বিভক্ত, যথা-মেন্টাম (mentum) ও সাবমেন্টাম (submentum)। প্রতিপাশে মেন্টামের মুক্ত প্রান্তে দুটি নড়নশীল লিগুলি থাকে। ল্যাবিয়াম খাবার ফসকে যাওয়া রোধ করে ও চর্বিত খাদ্য মুখে প্রবেশ করায় এছাড়াও এর ল্যাবিয়াল পাল্প উপযুক্ত খাদ্য নির্বাচনের সাহায্য করে।