উপসর্গ
নিচের কোনটি উপসর্গযুক্ত শব্দ?
পঙ্কজ
জ্বালাতন
কদবেল
মাচান
কদবেল শব্দে ‘কদ’ একটি খাঁটি বাংলা উপসর্গ।
'নিখুঁত' শব্দের 'নি' উপসর্গটি কোন প্রকার ?
'নিম' উপসর্গটির অর্থদ্যোতনা হচ্ছে—
(ক) উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে- আলোচনা কর।
অথবা,
ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় কর (যে-কোনো পাঁচটি)।
বনস্পতি, জয় পতাকা, অযুতপূর্ব, যথারীতি, সপ্তর্ষি, কাজল কালো, বাজিকর, অহিনকুল।
‘প্রসন্ন' শব্দ কীভাবে গঠিত?