বোটানি
নিচের কোনটি একটি অ-বিজারক শর্করা?
যেসব কার্বোহাইড্রেটের অ্যালডিহাইডমূলক ও কিটোনমূলক মুক্ত অবস্থায় থাকে না এবং অন্য যৌগকে বিজারিত করতে পারে না, তাদের নন-রিডিউসিং বা অবিজারক শর্করা বলে। যেমন- সুক্রোজ, ট্রিহ্যালেজ ইত্যাদি।
উদ্ভিদের সকল অংশ যেমন মূল, কাণ্ড, পাতা, ফুল, বীজ ইত্যাদির বাইরের আবরণ ত্বকীয় টিস্যুতন্ত্র দ্বারা গঠিত।
মূলের বহিরাবরণকে কী বলে?
P = স্পাইকলেট, গুচ্ছমূল
Q = সাইমোস, প্রধানমূল
নিচের কোনটি লাইকেনের জন্য সঠিক?
i. ছত্রাক হচ্ছে লাইকেনে মাইকোবায়োন্ট
ii. এটি একটি হেলোটিজম ধরনের মিথোজীবিতা
iii. এদের রাইজাইন আছে
নিচের কোনটি সঠিক?
শাকিব কচু গাছের একটি অংশ পর্যবেক্ষণ করে দেখতে পেল এর পরিবহন কলাগুচ্ছ অরীয়। উদ্ভিদের শীর্ষে আরো এক ধরনের টিস্যু বিদ্যমান যা পরবর্তীতে স্থায়ী টিস্যু সৃষ্টি করে।