ঘাসফড়িংএর চলন,শ্রমবন্টন,পরিপাক তন্ত্র ও পরিপাক পদ্ধতি

নিচের কোনটি ঘাসফড়িং এর পৌষ্টিকগ্রন্থি নয়?

ম্যালপিজিয়ান নালিকা ঘাসফড়িং এর রেচনতন্ত্রের অংশ।

ঘাসফড়িং এর পৌষ্টিকতন্ত্র দুটি অংশ নিয়ে গঠিত। যথা:- পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি ঘাসফড়িং এ ৩ ধরনের পৌষ্টিক গ্রন্থি দেখা যায়। যথা:- লালা গ্রন্থি, মেসেনটেরনের অন্তআবরণ ও হেপাটিক সিকা। এ সকল গ্রন্থি লালারস অথবা বিভিন্ন ধরনের পাচক রস নিঃসরণ করে খাদ্য পরিপাকে ভূমিকা রাখে।

ঘাসফড়িংএর চলন,শ্রমবন্টন,পরিপাক তন্ত্র ও পরিপাক পদ্ধতি টপিকের ওপরে পরীক্ষা দাও