ভাইরাসের বৈশিষ্ট্য, গঠন প্রকারভেদ ও গুরুত্ব
নিচের কোনটি দণ্ডাকার ভাইরাস।
১. দান্ডাকার (Rod-shaped): টোবাকো মোজাইক ভাইরাস (TMV), আলফা-আলফা মোজাইক ভাইরাস, মাম্পস ভাইরাস ইত্যাদি।
২. গোলাকার (Spherical): পোলিও ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, Human Immunodeficiency Virus (HIV), TIV ইত্যাদি।
৩. ঘনক্ষেত্রাকার (Cuboidal): ভ্যাকসিনিয়া ভাইরাস, হার্পিস আঁচিলের ভাইরাস ইত্যাদি। এসব ভাইরাস দেখতে পাউরুটির মতো।
৪. ব্যাঙাচি আকাঁর (Tadpole shaped): T₂T4, T, ইত্যাদি।
৫. ডিম্বাকার: ইনফ্লুয়েঞ্জা ভাইরাস।
৬. সিলিন্ড্রিক্যাল (Cylindrical): Ebola virus