পড়ন্ত বস্তু

নিচের কোনটি নিউটনের আবিষ্কার নয়?

পড়ন্ত বস্তুর সূত্র গ্যালিলিওর আবিষ্কার। পড়ন্ত বস্তু সম্পর্কে গ্যালিলিও ৩ টি সূত্র দিয়েছেন।

এগুলোকে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্র(Galileo’s Laws) বলে। যা স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য।

সূত্রগুলো নিম্নে প্রদত্ত হলো:

১ম সূত্র (Galileo’s 1st Law)

বায়ুশূন্য স্থানে বা বাধাহীন পথে সকল বস্তুই নিশ্চল অবস্থা হতে যাত্রা করে সমান দ্রুততায় নিচে নামে অর্থাৎ সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে

২য় সূত্র (Galileo’s 2nd Law)

বাধাহীন পথে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ঐ সময়ের সমানুপাতিক। কোনো পড়ন্ত বস্তু  tসময়ে  vবেগ প্রাপ্ত হলে, গাণিতিকভাবে লেখা যায়, vt

৩য় সূত্র (Galileo’s 3rd Law)

বাধাহীন পথে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ঐ সময়ের বর্গের সমানুপাতিক। কোনো পড়ন্ত বস্তু t সময়ে h দূরত্ব অতিক্রম করলে গাণিতিক নিয়মে লেখা যায়, ht2h\propto t^{2}

পড়ন্ত বস্তু টপিকের ওপরে পরীক্ষা দাও