রক্ত জমাট বাধা, প্লাজমা ও লসিকা তন্ত্র

নিচের কোনটি প্লাজমা প্রোটিন?

প্লাজমা প্রোটিন হলো রক্তের তরল অংশে পাওয়া প্রোটিন। প্লাজমা প্রোটিনের

Shortcut technique : “ফারিহা প্রথম গুলশানে এলো”

১. ফাইব্রিনোজেন

২. প্রোথ্রম্বিন

৩. গ্লোবিউলিন- এটি তিন প্রকার। যথা: alpha globuline,ß Globuline and ४ Globuline।

४ Globuline ছাড়া বাকি সব যকৃতে তৈরী হয়। এটি প্রতিরক্ষাতেও ভূমিকা রাখে

৪. অ্যালবুমিন- এটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে।

ইউরিয়া, জ্যানথিনঃ রেচন পদার্থ, বিলিরুবিনঃ রঞ্জক পদার্থ

রক্ত জমাট বাধা, প্লাজমা ও লসিকা তন্ত্র টপিকের ওপরে পরীক্ষা দাও