বাক্য প্রকরণ

নিচের কোনটি বহুবচনবাচক বাক্য?

DU 18-19

বাংলায় বহুবচন প্রকাশের জন্য রা, এরা, গুলো,  গুলি, গুলিন, দিগ, প্রভৃতি বিভক্তি যুক্ত হয় এবং সব, সমুদয়, কুল, বৃন্দ, বর্গ, নিচয়, রাশি, পাল, দাম, নিকর, মালা, আবলি প্রভৃতি সমষ্টিবোধক শব্দ ব্যবহৃত হয়।

‘ কলমটি আমার ‘ সালমা বাড়িতে আছে,পুকুরে ডুব দিও না এগুলো একবচনবাচক বাক্য।

বাক্য প্রকরণ টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

(ক) বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কী কী গুণ থাকা আবশ্যক? উদাহরণসহ লেখো।

অথবা,

(খ) বন্ধনীর নির্দেশ অনুসারে যেকোনো পাঁচটি বাক্যের বাক্যান্তর করো:

i. সে আর ভিক্ষা করে না। (প্রশ্নবোধক)

ii. বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়? (অস্তিবাচক)

iii. তোমার এরূপ ব্যবহার অনুচিত। (নেতিবাচক)

iv. তারা কি যাবে কোথাও? (অস্তিবাচক)

V. লোকটির সবই আছে, কিন্তু সুখী নয়। (জটিল বাক্য)

vi. আমার এমন কিছু নেই, যা তোমাকে দিতে পারি। (সরল)

vii. সূর্যোদয়ে পদ্মফুল ফোটে। (জটিল বাক্য)

viii. যিনি জ্ঞানী, তিনিই সত্যিকার ধনী (সরল বাক্য)

(ক) একটি সার্থক বাক্যের কী কী গুণ থাকা আবশ্যক? উদাহরণসহ বিশ্লেষণ কর।

অথবা,

(খ) বাক্যান্তর কর (যে কোনো পাঁচটি):

(i) কীর্তিমানের মৃত্যু নাই। (জটিল)

(ii) ছেলেটি অসুস্থতার জন্য অনুপস্থিত। (যৌগিক)

(iii) যারা পরিশ্রমী তারা সফল হয়। (সরল)

(iv) বিড়ালকে বুঝান দায় হইল। (নেতিবাচক)

(v) তারা নিয়মিত শিক্ষার্থী নয়। (অস্তিবাচক)

(vi) মানুষটা সমস্ত রাত খেতে পাবে না। (প্রশ্নবাচক)

(vii) এটি ভারি লজ্জার কথা। (বিস্ময়সূচক)

(viii) দেশের সেবা করা কর্তব্য। (অনুজ্ঞাবাচক)

“শরাসনে সংহিত শর আশু প্রতিসংহার করুন।' বাক্যটি-

কোন বাক্যটি শুদ্ধ?