ব্যাকটেরিয়ার উপকারিতা, অপকারিতা ব্যাকটেরিয়াজনিত রোগের লক্ষণ ও প্রতিরোধ
নিচের কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ?
মাইকোব্যাক্টেরিয়াম টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়ার কারনে যক্ষা হয়।
ব্যাকটেরিয়ার অপকারিতা
মানুষের রোগ সৃষ্টি: মানুষের অধিকাংশ মারাত্মক রোগগুলোই ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে। মানুষের যক্ষ্মা
(Mycobacterium tuberculosis দিয়ে), নিউমোনিয়া (Diplococcus pneumoniae দিয়ে), টাইফয়েড (Salmonella typhi দিয়ে), কলেরা (Vibrio cholerae দিয়ে), ডিপথেরিয়া (Corynebacterium diptheri ২ দিয়ে), আমাশয় (Bacillus dysenteri দিয়ে), ধনুষ্টংকার বা টিটেনাস (Clostridium tetani দিয়ে), হুপিংকাশি Bordetella pertussis দিয়ে) ইত্যাদি ব্যাকটেরিয়াঘটিত রোগ। এ ছাড়াও এনথ্রাক্স, মেনিনজাইটিস, লেপ্রসি (কুষ্ঠ রোগ), আনডিউলেটেড ফিভার ইত্যাদি রোগও ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
কোনটি ব্যাকটেরিয়াঘটিত রোগ?
নিশাত বিশুদ্ধ পানি পান করে না। একদিন তার প্রচণ্ড পাতলা পায়খানা এবং বমি শুরু হয়। তার শরীরে ডিহাইড্রেশনও দেখা দেয়।
টানা বমি ও পাতলা পায়খানা হলে নিচের কোন রোগ হয়?
একজন কৃষক ইউরিয়া সার ব্যবহার না করার জন্য ধান কাটার পর জমিতে মসুর ডাল চাষ করেন। মসুর ডালে এক প্রকার অণুজীব পাওয়া যায় যা সরাসরি বায়ু হতে নাইট্রোজেন গ্ৰহণ করে।
উদ্দীপকের অণুজীবটি প্রজননের প্রধান ও দ্রুততম উপায়-