শৈবাল ও ছত্রাকের সহাবস্থান

নিচের কোনটি লাইকেনের জন্য সঠিক?

i. ছত্রাক হচ্ছে লাইকেনে মাইকোবায়োন্ট

ii. এটি একটি হেলোটিজম ধরনের মিথোজীবিতা

iii. এদের রাইজাইন আছে

নিচের কোনটি সঠিক?

লাইকেনে শৈবাল ফাইকোবায়োন্ট এবং ছত্রাক মাইকোবায়োন্ট।

লাইকেনে শৈবালের চেয়ে ছত্রাক বেশি সুবিধা ভোগ করে,অন্যদিকে শৈবালটি কৃতদাস হিসেবে অবস্থান করে।এ ধরণের সহাবস্থানকে হেলোটিসম বলে।

লাইকেনে থ্যালাসের নিচের দিকে রাইজয়েডের মতো রাইজাইন থাকে,যা পানি শোষণ করে।

শৈবাল ও ছত্রাকের সহাবস্থান টপিকের ওপরে পরীক্ষা দাও