ব্রায়োফাইটা এবং Riccia এর আবাস, গঠন ও শণাক্তকারী বৈশিষ্ট্য
নিচের কোনটি Riccia থ্যালাসে থাকে?
থ্যালাস সবুজ, শায়িত, চ্যাপ্টা এবং বিষমপৃষ্ঠ। থ্যালাস দ্ব্যাগ্র শাখাবিশিষ্ট এবং প্রতি শাখার মাথায় খাঁজযুক্ত। থ্যালাসের নিম্নপৃষ্ঠে দুই প্রকার এককোষী মসৃণ ও অমসৃণ রাইজয়েড এবং বহুকোষী স্কেল বা শল্ক বিদ্যমান।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
থ্যালাসের নিম্নাংশের বর্ণহীন অঞ্চলকে কি বলে?
Clab Moss বলা হয়-
রওনক একাদশ শ্রেনীর ছাত্র। সে একদিন তার বাড়ির পাশের পাটক্ষেতের জমিতে চক্রাকার সবুজ দ্যাগ্র শাখান্বিত এক ধরণের থ্যালয়েড উদ্ভিদ জন্মাতে দেখতে পেল।
রওনকের সংগৃহীত নমুনাটি কোন শ্রেণির উদ্ভিদ?
Riccia-র থ্যালাসের ক্ষেত্রে যা প্রযোজ্য-
i. দ্ব্যাগ্র শাখাযুক্ত
ii.একে রোসেট বলা হয়
iii. বহুকোষী শল্ক ও এককোষী রাইজয়েডযুক্ত
নিচের কোনটি সঠিক?